৫০ বছরে পা রাখলো মাসিক হেফাজতে ইসলাম। স্বপ্নের শামিয়ানা আকাশের উচ্চতায়। পেছনে রক্ত-নদী, বন আর বন্ধুর পথ। সেই পথ দিয়েই কিছুক্ষণ হাঁটি। আপনাদের শুনাই পুরোনো দিনের সেই সাহিত্যকর্মের কথা। বাংলা ভাষায় জনসাধারণের মাঝে জরুরিয়াতে দ্বীন পৌঁছে দেয়ার স্মৃতিকথা।
বিগত শতাব্দীর দ্বিতীয় ভাগ। আমাদের অঙ্গনে মাতামাতি হচ্ছে বাংলা ভাষা চর্চা নিয়ে। জায়েয-নাজায়েযের মধ্যে কেউ ঘৃণিত বলে নিরুৎসাহিত করলেন। এগিয়ে এলেন ব্যতিক্রমী এক আলেম। তিনি চিন্তা করতেন একটু ভিন্নভাবে। বুঝতেন সমাজের ভাষা। অনুভব করতেন সময়ের প্রয়োজনীয়তা। তিনি ছিলেন খলীফায়ে মাদানী। নাম তাঁর লুৎফুর রাহমান বর্ণভী (রাহিমাহুল্লাহ)।
১৯৭৩ সনের জুন মাস। স্রোতের বিপরীতে গিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন ‘মাসিক হেফাজতে ইসলাম পত্রিকা’। পর্যায়ক্রমে পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে আসেন মাওলানা শায়খ আবদুর রব ইসামতি রাহিমাহুল্লাহ, মোমেনশাহীর মাওলানা আব্দুল গফুর রাহিমাহুল্লাহ, কুলাউড়ার মাওলানা আব্দুস সালাম চৌধুরি রাহিমাহুল্লাহ ও মাওলানা আবদাল হোসেন খান হাফিযাহুল্লাহ প্রমুখ।
পত্র-পত্রিকা সাধারণত শহরেই বেঁচে থাকে। প্রাণ খুঁজে পায়। হেফাজতের ক্ষেত্রে ঘটলো উল্টো। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন বরুণা নামক প্রত্যন্ত অঞ্চল। এখান থেকেই পত্রিকাটি প্রকাশিত হতো। স্বল্প সময়ে তা দেশবাসীর মন জয় করতে সক্ষম হয়। শুধু ইসলামী ঘরনার পাঠক নয়, সাধারণ শিক্ষিত পাঠকদের কাছেও তা ছিল সমাদৃত। বৃদ্ধ ও যুবক থেকে শুরু করে মুসলিম মা-বোনরাও মাসিক হেফাজতে ইসলামের জন্য অপেক্ষায় থাকতো। মন্ত্রমুগ্ধকর অজিফার মতো ছিল তাদের কাছে মাসিক হেফাজতে ইসলাম। এক সংখ্যা পাঠ করে অপেক্ষায় থাকতেন পরবর্তী সংখ্যা কবে পবেন এ আশায়।
মাসিক হেফাজতে ইসলাম ঘিরে পাঠক চাহিদা তখন তুঙ্গে। চাহিদা বেড়ে যাওয়ায় পত্রিকাটি ঢাকা থেকে ছাপা হয়ে আসতে দেরি হয়ে যেতো। পাঠক চাহিদার কথা চিন্তা করে যুগান্তকারী পদক্ষেপ নিলেন শায়খ বর্ণভী রাহিমাহুল্লাহ। প্রতিষ্ঠা করলেন ‘মদনী প্রেস’ নামে একটি ছাপাখানা। এই ছাপাখানা থেকেই মাসিক হেফাজতে ইসলাম প্রকাশিত হতে লাগলো। নির্ধারিত সময়ে দেশীয় পাঠকের চাহিদা মিটিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাভাষী মুসলমানদের হাতে পৌঁছে যেতো হেফাজতে ইসলাম। এভাবেই চলছিল হেফাজতে ইসলামের সোনালি দিনের অগ্রযাত্রা।
প্রতিষ্ঠার শুরু থেকে নব্বই দশকের মাঝামাঝি। সিলেট অঞ্চলের প্রধানতম মাসিক পত্রিকায় রূপ নিলো ‘হেফাজতে ইসলাম’। ইসলামের মৌলিক বিষয়াবলির পাশাপাশি এখানে থাকতো ইতিহাস-জীবনী-বিজ্ঞান-সাহিত্য-আন্তর্জাতিক ও ধর্মীয় সকল বিষয়ের তথ্যপূর্ণ লেখা। থাকতো পূর্ববর্তী সালাফের রচিত গুরুত্বপূর্ণ কিতাবাদির অনুবাদ। সারাবছর থাকতো নবী-রাসূলে জীবনাদর্শের আলোচনা এবং কুরআন ও হাদীসের ব্যাখ্যা।
দৈনিক, সাপ্তাহিক বা মাসিক পত্র-পত্রিকা প্রকাশের পেছনে অঘোষিত কিছু উদ্দেশ্য নিহিত থাকে। গোপনে বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষে কাজ করে যায়। মাসিক হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পিছনে শায়খ বর্ণভীর এমন কোনো উদ্দেশ্য ছিল না। যার দরুন, সময়ে সময়ে সর্বমহলে পত্রিকাটি প্রশংসা কুড়িয়েছে।
সময়ের বাস্তবতায় একটা সময় মাসিক হেফাজতে ইসলাম পত্রিকার কার্যক্রম সীমিত হয়ে গেলো। শায়খ বর্ণভীর প্রতিষ্ঠিত ছাপাখানায় দেখা দিলো যান্ত্রিক ত্রুটি। ফলে পত্রিকা প্রকাশ বাধাগ্রস্ত হতে লাগলো। কিছুদিন পর প্রেস মেশিন একদম বিকল হয়ে গেলো। সেই সাথে পত্রিকা প্রকাশ হয়ে গেলো অনিয়মিত। সময়মতো পত্রিকা না পেয়ে হতাশায় পড়ে গেলেন হেফাজতে ইসলামের পাঠক-বর্গ ও শায়খ বর্ণভীর ভক্ত-মুরিদান। তাই পত্রিকাটি নিয়মিত করবার ব্যাপারে কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করতে লাগলেন।
পত্রিকাটি দীর্ঘ কয়েক বছর অনিয়মিত প্রকাশের পর পাঠক চাহিদার ওপর ভিত্তি করে আঞ্জুমানের বর্তমান আমীর মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী দা. বা.-এর তত্ত্বাবধানে ২০২১ সনের জানুয়ারি থেকে আবারও নতুন উদ্যোগে নিয়মিতভাবে পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে। পত্রিকাকে মানসম্মত করতে ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২০২১ সনের এপ্রিল মাসে আমি অধমকে অস্থায়ীভাবে পত্রিকাটির সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর সম্পাদকের দায়িত্বে আসেন মাওলানা হামমাদ রাগিব। তাঁর সম্পাদিত কলামে গত দুই বছর পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। ২০২৩ সালের শুরুর দিকে আবারও আমি অধমকে পুনরায় সম্পাদকের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে পত্রিকাটির নির্বাহী সম্পাদক হাফিয মাওলানা শেখ সা’দ আহমদ আমীন বর্ণভীর ব্যবস্থাপনায় এবং আমি অধমের সম্পাদনায় পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে।
মাসিক হেফাজতে ইসলামের চোখে এখন নতুন দৃষ্টি। নতুন দৃষ্টিভঙ্গি। প্রাণ ভরে শ্বাস নিতে চায় সে এখন। তাকে আমরা আবারও শোনাতে চাই ইসলামী সাহিত্য-সংস্কৃতির কথা। ফুটাতে চাই সুস্থ প্রাণের বীজ। দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছতে চাই প্রতিটি মুসলমানের ঘরে ঘরে। আপনিও সঙ্গী হোন আমাদের এই পথচলায়।
সালাহ উদ্দীন তারেক
ভারপ্রাপ্ত সম্পাদক, মাসিক হেফাজতে ইসলাম